“আধারি নিশিথের স্তব্ধতার মাঝে –
অগোচরে জ্বলে থাকা বিশাখার আলেয়ায়-
পুষ্পবিথীর প্রগাঢ় নিমন্ত্রণে-ধরিত্রী মাতার কোলে,
তেজোদীপ্ত অশ্বের পদভারে হৃদয়ে তোলা ঝড়ে-
তুমি এসেছিলে-প্রকৃতির নির্জীবতাকে চূর্ণ করে-
অগোছালো চাঁদটাকে ঈশানি মেঘে ঢেকে দিতে।।
ইন্দ্র মায়াতে পৃথিবীর পথে পথে-
অগ্নি ধারাতে নূতনা পুতঃ সম্ভার খোঁজে,
তপ্ত গগনের তেজে ঝরা ফুলের আহ্বানে-
চাপার যৌবনা রূপে-বকুলের ব্যাকুল গন্ধ রসের খোঁজে,
মাধবিকা সান্ধ্যের রঙিন আবেদনে-
তুমি এসেছিলে-প্রাতের অরুনোদয়ের সাথে।।”