5/5 - (2 votes)

বিশ্বময় যারে খুঁজে বেড়াই-

আমারি ঘরের পাশে তার ঠাই,

তবু দেখা হয় নাই তারে কতকাল প্রায়।

আমারে যে বেঁধেছিল হায়!হৃদয়ের টানে-

চেয়েছি তারে চিরকাল আমারি আঁখি পানে,

তবু না পাওয়া হেনেছে আঘাত, দিয়েছে ব্যথা কোমল প্রাণে।

বিরহে তবু চেয়েছি কেবলই তার সুখ-

নাই হলো দেখা আর না পাওয়া মুখ,

তবু সেতো দিয়েছে কালি পুড়িয়েছে বুক।

না চাওয়াতে দিয়েছি ক্ষমা – কাছে নাই এলো-

বিনিদ্র রজনীতে ব্যাথাগুলো ঝরিয়েছে জল আঁখি ছলো ছলো,

তবু স্মৃতিগুলো সব রেখেছি তুলে- মিলনের সুখ নাই আর হলো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments