Review This Poem

আজি সিক্ত নয়নে-বিদায় বন্ধু তোমায়,

নাই থাকি পাশে, তবু হৃদয়ে দিও ঠাই।

তোমার দুটি চোখে টলমলে জল-গিয়েছ লুকিয়ে,

দাওনি সাড়া-বিদায় বেলা, তবু দেখেছ আমায় জানলার ফাকে চেয়ে,

কিছুটা না পাওয়া আর অভিমানে মুখ-ফুলিয়ে বসেছ তুমি,

বহুদুর পথে এই আয়নাতে কত কি যে ভেবেছি আমি।

হয়তো শেষ দেখা-তবু ব্যর্থ হাসিতো ফোটেনি,

বন্ধু বিদায় দিও ভালোবেসে হয়োনা অভিমানী।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments