নাই হলো ফেরা আর ঘরে,
হারিয়ে যাই যদি-
বেলাশেষে দিগন্তের শেষ আভায়,
কিংবা নীল নক্ষত্র নীড়ে,
তবু পাই যেন ঠাই, এই প্রকৃতির উদার প্রান্তরে-
আমায় স্থান দিও ঐ শিউলির গন্ধে ভেজানো হাওয়ায়,
অথবা সন্ধ্যার শেষে নীড়ে ফেরা পাখিদের ভীড়ে,
দেখো আমি আছি চাঁদের জ্যোৎস্নায় ভেজা ঝর্ণার জলে,
কিংবা নদী পাড়ের ঢেউয়ে ভেসে যাওয়া বালুকণায়,
তবু হয়তো হবেনা ফেরা আপনার ঘরে,
হারিয়ে যাই যদি সব বন্ধন ছিড়ে,
আমায় খুঁজে নিও-প্রিয়-
মহাকাল দরিয়ার তীরে।।