জাতির সব মাথাগুলো ব্যস্ত জীবন লুটে,
সব ডাকুরে ছেড়ে পুলিশ কাফন চোরের পিছু ছোটে-
ধর্মরাজের দন্ড কেবল ঘটি চোরের দাও হাত কাটি,
যার পাছায় জোটেনা ত্যানা তার শরীরে জোটাও লাঠি।
যে ভুখা আছে তোমাদেরি ভোজে গিয়ে করে চিৎকার-
জালিম তোমরা তাদেরি দাও লাথি-লোভের মদিরা পেয়ালা লয়ে বন্ধ কর দ্বার!
কষ্টের কথা বলি-তোমরা সব বড়লোক চড়-গাড়ি ঘোড়া-
রাস্তার ফাঁকে দেখ ওই যে ফকির তার উপরেই হও চড়া!
লাখো লোকের অন্ন-মুঠি তোমরা খাচ্ছ লুটে,
আবার তাদেরি দাও লাথি-দেখ আজ মজলুম সব একজোটে-
“অনেক করেছ জুলুম আর সবো না মোরা,
তোমাদের লুটে হারাতে হারাতে আজ যে সর্বহারা-
আর কিসের ভয় “মৃত্যু”- সেতো রোজ দেয় দুয়ারে হানা-
দেয়ালে ঠেকেছে পিঠ-সব জুলুমের ক্ষোভ বেধেছে দানা,
আর বসে থাকা কেন?খালিদ সেতো মহাঘুমে- মেহেদী আসবে বুঝি?
মেহেদী আসবে আসুক-চল মজলুম সব এক হয়ে মুক্তির পথ খুঁজি।।