সিংগাহারার তলদেশে পুতে এসেছি
শ’খানেক লালশাকের জলজ বীজ।
অচিরেই আধো গাছ হবে নদী___
রক্তের মতো লাল হবে তার সবক’টা অনু!
আকাশের রঙে তার কিছুই পাল্টাবেনা,
মেঘলা দিনেও জলগুলো সে লাল করে রাখবে!
আমার ফ্লু সংক্রমিত নাকের মতো___
সদ্য নেশার আসর থেকে উঠে আসা চোখদ্বয়ের
শ্বেতমন্ডলের লালের মতো লাল___
কবিতার চরণ না মিলানোর ব্যর্থতায়
ছিড়ে যাওয়া নিউরনের মতো গাঢ় লাল___
খয়েরী___
আরো বেশি গাঢ় হতে হতে
কুচকুচে কালো হবে তার জল!
নালার জলের মতো___
চাক বাঁধা রক্তের মতো!