3.3/5 - (3 votes)

১.
মহামান্য ক্রাস, বিনীত নিবেদন এই যে-
আপনার খোপায় একটা খুলশীর গাছ রোপন করতে চাই,
ঠোঁটে মৌমাছির হুল বাঁইধা মধু চোষার বাহানায়
কেশবৃন্দের যাবতীয় প্রোটিন উদরস্থ করতে চাই,
বা আপনারে যুবতী থেইকা সাদা চুলের বুড়ি বানাইতে চাই-
”ক্যাডার’ বেটারা যাতে আপনার প্রেমে পড়ার রুচি হারাইয়া ফালায়।

২.
মহামান্য ক্রাস, বিনীত নিবেদন এই যে-
কৃপা কইরা একবার মায়া হরিণী হন,
বেঙ্গল বাঘের কস্টিউম পইরা আপনারে ধাওয়া করমু-
ঘাড়ে কামড় বসাইয়া প্রেমিকা না বানানো পর্যন্ত
মানুষের চামড়ায় হৃদপিন্ড ঢাকুম না।

৩.
মহামান্য ক্রাস, বিনীত নিবেদন এই যে-
আপনার আত্মারে ইমপ্রেস করার লাইগা
লিওনার্দো দা ভিঞ্চিরে অতীত থেইকা তুইলা আনতে চাই,
জোড়া তিলক সমৃদ্ধ মুখশ্রীর পোট্রের্ট আঁকাইতে চাই-
যার বাজারমূল্য হইব চোদ্দশো ট্রিলিয়ন মঙ্গলীয় ডলার।

৪.
মহামান্য ক্রাস, বিনীত নিবেদন এই যে-
আপনার নাকে একটা বিন্দুর খুব অভাব,
তিলের মতো সূক্ষ্ম একটা কালো গর্তের।

প্রেমে পড়ার ব্যাপারখানা ঠিক
অকস্মাৎ ভূমিকম্পে নিহত হওয়ার মতোই,
হুট কইরা আঘাত হানবে-
হুট কইরাই টের পাবেন আপনি আমার বিয়ার মঞ্চে
ওয়েস্টার্ন কিসিং পোসের ফটোশুটে মহাব্যস্ত!

তার জন্যেই মেডাম, বিনীত নিবেদন এই যে-
নাক ফুড়ানোর একটা দফারফা এখনই করা উচিত,
ভূমিকম্পের আগেই খোলা মাঠে শুইয়া পড়া ভালোনা বলেন?
দূর্যোগের পূর্বাভাস পাওয়া যায়না মানলাম,
কিন্তু আপনারতো এই চাইর মাসে বুইঝা ফেলা উচিত ছিল-
যে কোনো মুহূর্তে আপনার বুকে আমি ক্রাস ল্যান্ডিং ঘটামু!

৫.
মহামান্য ক্রাস, বিনীত নিবেদন এই যে-
আপনারে আমি গোলাপজলের নালায় চুবাইতে চাই।
দুই, চাইর, বিশটা গোলাপের গন্ধে মাতাল হইয়া
কোটি টাকার মন আমার পকেটে ভইরা দিবেন-
এইটা আমি ঘূনাক্ষরেও বিশ্বাস করিনা।

মহামান্য ক্রাস-
আপনারে ইমপ্রেস করার বাসনায়
সমসাময়িক প্রেমিকগণের থেইকা স্বতন্ত্র হইতে চাই,
দুই ফুট সাত ইঞ্চি গভীর একটা বাথটাব বানাইতে চাই-
বিরতিহীন যার তলানির মেটাল থেইকা নিসৃত হইব
গেলনের পর গেলন ‘জুস অফ পার্পেল রোজ’!

মহামান্য ক্রাস, বিনীত নিবেদন এই যে-
প্রতি আটপ্রহরে সেই বিস্বাদ শরবতে গোসল দিয়া,
একটু একটু কইরা আমার প্রেমের জমিনে পতিত হইয়েন-
বছর কয়েক লাগলে লাগুক,
বুড়া হইলে হইলাম- বিশেষ কোনো তাড়া নাই আমার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments