সুদূর ফুয়েগো থেকে লালাসিক্ত জিভ বাড়িয়ে
সে ডাকে আমায়___
তারুণ্যের ভারে তৃষ্ণার্ত আমি-
জ্বালামুখে ঠোঁট চেপে দীর্ঘ চুমোয়
লাভা চুষে নেয়ার বাসনায় ছুটে চলি তার পানে___
কলম্বাসের ভগ্ন জাহাজের ককপিটে গা ভাসিয়ে
কিউবা জয়ের ইচ্ছায় ঢেলে ফুটন্ত আক্ষেপ-
হেঁটে হেঁটে পাড়ি দেই ক্যারিবীয়া সাগর,
মা তিমিরা শ্বাস নিতে উঠে আসে জলের উপর-
আকাশ দেখার ছলে তারা গড়ে দেয় আমার চলার পথ!
সহস্র মাংসল পিঠ বেয়ে আমি হেঁটে চলি অবিরাম___
একটা প্রেমিক-
যে কিনা গিরিস্রাব পানের তৃষ্ণায় হয়ে গেছে অন্ধ যাযাবর,
তার ত্তপ্ত ঘামের ঘ্রাণে ছুটে আসে সাগরের সমস্ত হাঙ্গর!
কিন্তু আমায় ছোঁয়া বারণ!
ক্যারিবীয়া পাড়ি দিয়ে নীল পিগমির মতো
হাওয়ায় চড়ে পাড়ি দেই লোকালয়, বার্লিন, সাইপ্রাস!
আমার সাথে অম্বরে ডানা ঝাপটায় শত শত ঈগল-
চারপাশে গড়ে তোলে জীবন্ত প্রাচীর- অদম্য বলয়!
একটা প্রেমিক-
যে কিনা গিরিগর্তে আত্মদানের রেশে বিভোর, বধির-
তার সুমিষ্ট কলিজা ভোজের লোভে
দলে দলে উড়ে আসে জংলী শকুন,
কিন্তু আমায় যে ছোঁয়া বারণ!
জ্বলন্ত ফুয়েগোর স্যাতস্যাতে জ্বালামুখ ছাড়া
আর কেউ- কিছুই যে আমাকে ছুঁতে পারবেনা!