ওহ টেকো মাথার সূর্য, কার রোদ পেয়ে তোমার এমন হাট্টিমাটিম খেলা? সে কি তোমাকে আম বাগানের জল দেওয়ায়? স্নান বলছে ওরা খোঁপায় বেঁধে ঘোরে লেবুফুলের বাগান। আমি বলছি: ঘামের সঙ্গে লেবুর একটা বিশ্বাসের শত্রুতা আছে। যেতে যেতে পিয়নটা পুড়ে যায়, টিকিটগুলো নদী হয়ে পথে পথে সাঁতরায়। এতসবের পর অন্তত কিছুটা হলেও লোডশেডিং ডাকো, তবেই তো সূর পাবে সফল মৈথুন!
(মৈথুন বরাবরই একটি বিক্ষোভের প্রতীকীতে বসাই)