রাতের হাওয়ায় কেমন লেপ্টে আছো!
হাঁড়কাঁপা শীতে অসহার কুকুরের লেবাসে
রাস্তায় মুখ থুবড়ে- পড়ে পড়ে ঘুমাই যখন,
আলতো ছুঁয়ে দাও গাল
চুমু এঁকে দাও ঠোঁটে___
তা আমি টের পাই!
খুব ভালোবাসো আমায়!
শিশুবেলার কাপড়ে পুতুলগুলো যেমন
তোমার বুকের দখল নিয়ে সারারাত ঘুমাতো,
তার চেও ঢ়ের…
ঢ়ের বেশি আহ্লাদে
আমার মতো ভাবলেশ কুকুর পুষে রাখছো বুকে!
আর আমিও যেন কুকুর হয়েই থাকতে চাই!
নষ্ট খাবারের মতো চেটেপুটে
তোমার বিলানো সব ভালোবাসা শুষে
‘মাকালু’র চূড়ায় তুলতে চাই অমোঘ প্রভুভক্তি!