1/5 - (1 vote)

একটি সুন্দর সকাল💛
এইযে যে আমি বেঁচে আছি
এই যে তুমিও বেঁচে আছো
হয়তো কথা নেই,দেখা নেই,নেই এক দেশে!
তবুও তো তুমি আছো,
ভাগ্যে থাকলে হয়তো চোখের তৃষ্ণাও
মিটে যাবে এক না একদিন!
তোমার বেঁচে থাকাটাও আমায় সুখ দেয়
যেমন আমার বেঁচে থাকাটা আমায়।

আসলে প্রকৃতি চাইলে
আমরা সবাই সুখে থাকতে পারি।
না, তা নয়,
আসলে আমরা চাইলে প্রকৃতি আমাদের সুখী করে তোলে। যেদিকে তাকাচ্ছি কেমন যেন নির্মল আনন্দ!

আচ্ছা __
আমার বেঁচে থাকাটাও কি তোমার কাছে সুখের? নাকি শোকের?
নাকি নিতান্তই সাধারণ কিছু
অথবা কিছুই না! 🙂

Sharna Chaklader Any

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments