“আজকের এই দিনে তোমাকে ভালোবাসি তা করেছিলাম প্রকাশ,
বন্ধু হয়ে থাকবে আজীবন দিয়েছিলে এ আশ্বাস।
আজ আমাদের মাঝে নেই যোগাযোগ, নেই আর বন্ধুত্ব,
তোমার আর আমার মাঝে আজ
এক আকাশ দূরুত্ব।
যদিও পায় তোমার দেখা কিন্তু
বলা হয়না কথা,
বলেছো যে তুমি চাওনা বলতে
কথা অযথা।
এ সর্ম্পকের নেই ভবিষ্যৎ তাই
টেনেছো সম্পর্কের ইতি,
কিন্তু আমিতো পারছিনা ভূলতে,
তোমার দেওয়া স্মৃতি।
তাতে আমি দিচ্ছিনা তোমায় দোষ,
করছিনা তোমার নিন্দা,
কিন্তু আমার মন তো মানে না সে বড্ডই নাছোড়বান্দা।
পরিশেষে, দুটি কথা তোমায় বলে যেতে চাই,
আমার মনে পেয়েছো তুমি,চিরস্থায়ী ঠাঁই।
তুমি আমার মনে করেছো ভালোবাসার জাগরণ,
তাই ভালোবেসে যাবো আমি তোমায় আমরণ।”
2024-02-12