“২৫ জানুয়ারি,আমার জীবনের এক স্মৃতিময় দিন,
যেদিন আমি তার নয়নসাগরে হলাম বিলীন।
সে মাস্ক পড়ে নিজের চেহারা রেখেছিলো আবৃত,
কিন্ত তার দুচোখ আমায় করেছিলো আকর্ষিত।
মায়াবী তার আঁখিযুগল হ্রদয়কাড়া তার চাহনি,
তার রুপে বিমুগ্ধ হয়ে নজর সড়াতে পারিনি।
নয়নভরে দেখিলে তার মায়াবী আঁখিদ্বয়,
জীবনভর তারে দেখার মোহ সৃষ্টি হয়।
চোখের পাতা সদা যেমন চোখকে আগলে রাখে,
আমিও আজীবন আগলে রাখতে চাই তাকে।”
2024-02-12