যতটা ভালোবাসলে মানুষ হারিয়ে ফেলে ভুলে থাকার শক্তি ততটা-ই ভালোবাসি।
এদিকে যতটা শক্ত করে বাঁধলে—
লোহিত শেকলের মতো উত্তপ্ত হয়ে উঠে তোমার খোঁপার বাঁধণ! ঠিক ততটা-ই শক্ত তোমার মন।
অথচ আমি—
বরফ শীতল চায়ে, বৃষ্টির শব্দ মেশানো দৃষ্টি কিংবা স্মৃতি ঘেটে, দূরে থেকেও ভালোবাসতে পারি, হিসেবের খাতায় শূন্য তুলে, দূঃখ ভুলে বাঁচতে পারি।
প্রেম ছাড়াও পৃথিবী সুন্দর—
এই নিয়ে তুমুল তর্কে আমি জিতে যেতে, যেতেও হেরে যাই! যখন জানি তুমি সাথে না থেকেও আছো, কোথাও না কোথাও
দূরে থেকেও আমার ভেতরে-ই বাঁচো। কিন্তু আমি জানি বেঁচে থাকা কী কঠিন! কতটা বিচ্ছিরি, জঘন্য তোমাকে ছাড়া প্রতিটা ঘড়ির কাটা, প্রতিটা বৃহস্পতিবার!