Skip to content

স্পর্শ ও রহস্য

বাংলা কবিতা, স্পর্শ ও রহস্য কবিতা, কবি শান্ত চৌধুরী - কবিতা অঞ্চল
Review This Poem

স্পর্শের আড়ালে লুকিয়ে,
তোমায় কামুক উন্মাদায় মিশে উৎকর্ষ,
সিমাহীন অন্তরায় বাহুবাঁধন মিলিয়ে যায়
সৃষ্টির রহস্যে।

দু-এক করে শারীরীক মধুক্ষণে উত্তেজিত
মহামিলনে অতল সিহরণ।
দ্বীপ্তির আলোক সমীকরণ উত্তেজিত
দু-দেহ পরস্পরে নোঙ্গর করে দৈহিক উষ্ণতায়।

একটি রহস্যচ্ছলে, প্রাণের স্পন্দন,
ধাবিত হয় মহানুভবতা মহাজন।

উত্তাল দেহতরঙ্গ মিতালি করে বাহুবন্ধনে।
এক, একটি সেকেন্ড থেকে মহাকালের
অন্তঃশীল কারাগারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments