Review This Poem

শুয়ে আছি শ্মশানে । ওদের বলো
চিতা সাজাবার সময়ে
এত বেশি হল্লা ভালো নয় ।

মাথার উপর পায়ের নিচে হাতের পাশে ওরা
সবাই তোমার বান্দা
ওদের বলো

বলো যে এই শূন্য আমার বুকের উপর দাঁড়াক
খুলুক তার গুল্ ফ-ছোঁয়া চুল
মুকুট-ভরা জলে উঠুক তারা । ওরা পালাক

আর, নাম-না-জানা মুণ্ডমালা থেকে
ঝ’রে পড়ুক, ধর্ম ক’রে পড়ুক
ঠাণ্ডা মুখে, আমার ঠাণ্ডা বুকে, ঠাণ্ডা !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments