সমবায় আরশলা জিতলে এ দায় কার?
বরঙ বাথটাব থেকে তুলে নাও সাবানের আয়ু
আগুন লাগিয়ে আঙুল টিপে হাঁটো
দেখবে বেরিয়ে আসছে সুচতুর শঙ্খসুর…
জলের গল্প গায়ে মেখে ডাঙায় এসেছি বলে—
ভেবো না ভুলে গেছি মাছের নীল চোখ
জানি, আমার উৎস তিমিদের গ্রাম
সময় শিখিয়েছে—
শেকড়-বাকল ছেড়ে এই নোঙর ফেলার
যদিও এখানে ভন ভন লাটিমজীবন…
আমি সাহস করে বলে রাখলাম—
লাটিম লাটিম ভন ভন খেলে খেলে
বেগুন তলায় যে উৎসব সাজাবে ফ্যান্টাসি ব্যাঙদল
কালের ডানায় তাই তোমাদের সভ্যতা
উৎস চাও? তবে এসো আরশলার গল্প শিখি…