শব্দটি হেঁটে যাচ্ছে—
মুদ্রার দিকে কিংবা মুখে।
কখনো কখনো ঘাসফুলে
নদীর নাভী পেরিয়ে
একদিন গোলাপের দুধ চেখে দ্যাখে
তার গলা থেকে বেরিয়ে আসছে
রক্তের হাড়, গার্হস্থ্যজল।
তবু সে হেঁটেই যাবে
অদ্ভুদ এসবের দিকে—
শব্দটি হেঁটে যাচ্ছে—
মুদ্রার দিকে কিংবা মুখে।
কখনো কখনো ঘাসফুলে
নদীর নাভী পেরিয়ে
একদিন গোলাপের দুধ চেখে দ্যাখে
তার গলা থেকে বেরিয়ে আসছে
রক্তের হাড়, গার্হস্থ্যজল।
তবু সে হেঁটেই যাবে
অদ্ভুদ এসবের দিকে—