বাংলা কবিতা, নিয়োগ বিজ্ঞপ্তি কবিতা, কবি শঙ্খচূড় ইমাম - কবিতা অঞ্চল
Review This Poem

ক করপোরেশন। মানব সম্পদ বিভাগ। শূন্য পদে নিয়োগের নিমিত্তে আমাদের আহবান। এখানে গরমে দেয়া হয় পেরেকবৃষ্টি, শীতে পরিত্রাণ। বোনাস চাও? দেয়া হবে বিবেকের ছোট ছোট বিষাক্ত দানা। শুধু স্বহস্তে লিখে পাঠিয়ে দাও তোমার নিজস্ব ভূগোল।

তোমরা যারা বোকাচোদা বেকার তাদের জন্য আছে বিশেষ সু-ব্যবস্থা। শুধু ঢালতে হবে নোনাদুধ আর প্রমোশন পেতে চোখ দুটো রাখতে হবে তৃণহীন অবনত। যদি পারো, বসের পাছা চেটে চেটে করে ফেলো পাতলা…

ভেবো না, বাচ্চাটা ক্ষুধায় ক্ষুধায় চেঁচিয়ে উঠলেই বিবিকে পাঠিয়ে দাও টাকওয়ালা প্রভুর কাছে। সাবধান! টার্গেট সেল পূরণ হতেই হবে। নইলে খোয়া যাবে এ মাসের সমস্ত আয়োজন!

এসো, তুমি নিয়োগ হও; শুরু হবে আন্তঃদ্বৈরথ, ক্ষরণে ক্ষরণে নিজস্ব মেরুনে রাঙা হয়ে উঠবে, যাবে না করা ক বিষয়ক মন্তব্য। তোমাকে শুয়ারের বাচ্চা বানাতে এ আমাদের কারখানা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments