বাংলা কবিতা, গেঁথে যাচ্ছে কবিতা, কবি শঙ্খচূড় ইমাম - কবিতা অঞ্চল
4.2/5 - (6 votes)

এটা বিশেষত তীর দর্শন এবঙ স্বীকৃতির সংযম
অলৌকিক ভেবে বিস্তৃত করেছি অসম্ভব!
যেকোনো ভাষার অর্থ বিন্যাসে
জীবনের উন্মুক্ত জিজ্ঞাসা না-ও থাকতে পারে

ঘরের নিচতলায় থেকে যদি তৈরি করা যায়
বসন্তের অই সমস্ত মালা
কিঙবা আপনি যদি এটি করেই ফেলেন
কোনো দিনই তা আত্মজীবনী বলে
উদযাপিত বিরল ঘটনা হয় না!

আমরা উপরের তলায় থেকেই
নিচের গাঁথা মালাগুলো তাকিয়ে তাকিয়ে
দেখেছি বলে হাসপাতালের মতো
অসংখ্য বিদ্যালয়ের অর্থবহ জীবন
উড়ে গেছে আকাশের দিকে

রু শুধু ফুল ফুটিয়ে যাচ্ছে
আমি সুতা নিয়ে দাঁড়িয়ে আছি
আর মাঝপথে গেঁথে যাচ্ছে
মানুষে মানুষ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments