বাংলা কবিতা, এভাবে উঁকি দিও না কবিতা, কবি শঙ্খচূড় ইমাম - কবিতা অঞ্চল
4/5 - (1 vote)

১.
একটা অন্ধ অস্ত্র— তুমি।

ব্যবহার হচ্ছো আর ঘুরছো
ভণিতার তালিকা তৈরি করে
গড়িয়ে পড়ছো—
মৃতদের নাভিপাড়ে।

২.
তুমি কি দ দেখেছো?
কেবল তিনটি সরল রেখা
লিখতে গিয়ে ঢালু-উচু-ঢালু

আপতত তুমি লকলকে ডগার
মতো উঁচু হয়ে উঁকি দিচ্ছো
এভাবে উঁকি দিও না।

দ্যাখো, কি সুন্দর দ
লেগে আছে তোমাতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments