আমি উলঙ্গ হয়ে দেখেছি
মানুষ মূলত উলঙ্গ।
দেহের ভেতর থেকে
গজিয়েছে যে উজ্জ্বল কালো চুল
তার কোনো লজ্জা নেই
এবঙ এই যে একটি টাকি মাছ
মাঝে মাঝে সাঁতার খেলছে—
সবাই তা দেখছি, হাসছি না।
আমার ভেতরে যা দেখছি না
তা দেখতে দেখতে
মেলে ধরছি
প্রকৃত ইতিহাস
আমি উলঙ্গ হয়ে দেখেছি
মানুষ মূলত উলঙ্গ।
দেহের ভেতর থেকে
গজিয়েছে যে উজ্জ্বল কালো চুল
তার কোনো লজ্জা নেই
এবঙ এই যে একটি টাকি মাছ
মাঝে মাঝে সাঁতার খেলছে—
সবাই তা দেখছি, হাসছি না।
আমার ভেতরে যা দেখছি না
তা দেখতে দেখতে
মেলে ধরছি
প্রকৃত ইতিহাস