যদি বলি আপনাকেই ভালো লাগে আমার
—আপনি কী চমকাবেন?
এত বেশি দূরত্ব কার ভালো লাগেল বলুন তো?
বুকের ভেতর সারাক্ষণ একটা ধারালো ব্লেড আঘাত করছে
যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি আমি
আর আপনি তো দিব্যি আছেন; বসন্তে সর্দি বাঁধাচ্ছেন
ছুটিতে বাড়ি গিয়ে মায়ের আদর খাচ্ছেন
কেনো বোঝেন না,
ভালো লাগে আপনাকে আমার
জানি সাধ্য নেই, দূরত্ব কমাবার
তবু ধরুন যদি বলি, বলেই দিই
‘একসাথে হাঁটতে চাই…’
আপনি কী একদিনের জন্য হাত বাড়িয়ে দেবেন
নীল পাঞ্জাবির পাশে?