হয় না কিছু মনের মতো
এ দুনিয়ার মাঝে,
নিয়মগুলো মানতে যে ভাই
বাধ্য সকল কাজে।
চাইলে অামি সুখের দেখা
পাই না তারে খুঁজে,
মনের ভেতর স্বপ্ন কাঁদে
সেসব কে অার বুঝে?
কষ্ট ব্যথা পুষে রাখি
মনে যতন করে,
যত কিছু চলছে সবই
অাপন নিয়ম ধরে।
হয় না কিছু মনের মতো
বৃথাই যেন কাঁদি,
হাজার হাজার স্বপ্ন শুধু
ইচ্ছে মতো বাঁধি।