-
বিষ খালি এক নদী অাছে অামার গাঁয়ের পাশে,
সে নদীতে ইলিশ,বোয়াল, গলদা চিংড়ি ভাসে।
নানান মাছের ছড়াছড়ি কাচের মতো পানি,
শান্তিতে ভাই নদীর তীরে সবাই থাকি জানি।দেয় নদী জল উদর মেলে সময় হলে ভাই,
সে জল দিয়ে শস্য ফলে সেসব সবে খাই।
নদীটা যে মায়ের মতো বাঁচায় সবার প্রাণ,
নদীর সে রূপ পাগল করা সৃষ্টিকারীর দান।নদীর বাঁকে ঝাঁকে ঝাঁকে পাখি ডানা মেলে
ইচ্ছে মতো উড়াউড়ি ইচ্ছে মতো খেলে।
এপার ঘাটে সারি সারি নৌকা বাঁধা অাছে,
জেলেগুলো জাল ফেলেছে উগলা বনের কাছে।নদীর তীরে গ্রামগুলি ভাই দেখতে লাগে ভারী,
মাঝে মাঝে তীরের পাশে খেজুর গাছের সারি।
কি অার বলি নদীর সে রূপ দেখতে চমৎকার,
সারাবেলা কেটে যাবে শেষ হবে না অার।
2020-09-15