তুমি ছাড়া মা,
ভালো লাগে না।
তুমি ছাড়া মা,
জীবন চলে না।
তুমি ছাড়া মা,
প্রাণ কাঁদে মা।
তুমি ছাড়া মা,
সুখ যে অাসে না।
তুমি ছাড়া মা,
ব্যথা কমে না।
তুমি ছাড়া মা,
জীবন বাঁচে না।
তুমি ছাড়া মা,
মুখটি হাসে না।
তুমি ছাড়া মা,
দুঃখ কমে না।
তুমি ছাড়া মা,
একা লাগে মা।
তুমি ছাড়া মা,
কথা কমে না।
তুমি ছাড়া মা,
পূর্ণতা পায় না।
শিঘ্রী তুমি মা,
ফিরে অাস মা।