তুমি অামি মিশে যাবো
হয়ে একাকার,
জীবনের’ই যত বাঁধা
দিবো পারাপার।
বাঁচবো না তুমি ছাড়া
তুমি প্রিয়া সব,
জীবনেতে হাসি তুমি
সুখে অনুভব।
কলিজাতে ব্যথা লাগে
তুমি গেলে দূর,
তুমি প্রিয়া হাসিখুশি
ভালোবাসা সুর!
মিশে যাবো তুমি অামি
ভালোবাসা টান,
সুখে থাকা ভালো থাকা
হবে যে বিধান!