Review This Poem
মহামারী পরিস্থিতি
বিশ্ব মাঝে যখন,
ইন্টারেতে অামি শাকিল
পরীক্ষার্থী তখন।
ইস্কুল কলেজ লক-ডাউনে
লক ডাউনে বাড়ি,
না জানি ভাই মহামারী
কবে যাবে ছাড়ি।
কেঁদে উঠে পরাণ পাখি
অাসে মরার ভয়ও,
পরিক্ষা’টার কথা তবু
ভাবতে একটু হয়ও।
ভাবছি এখন কেমন করে
পরিক্ষাটা দিবো,
নাকি অাবার থার্ড ইয়ার এ
এডমিশনটা নিবো।