আমার কাছে ভিক্ষা চাওয়া লোকগুলো জানেনা ওদের ফিরে যেতে হবে!
ওরা জানেনা আমি অক্ষম, মেরুদণ্ডহীন;
ওরা জানেনা আমি নেতার গু চেটে পেট ভরি;
গৃহকর্মী আগুন-ছ্যাকায় ঝলসে
নারী অধিকাররের বুলি আওড়াই;
বেশ্যাচুদে ফিরবার পথে ওড়নাহীনাদের খানকি উপাধিত করি;
নারী নির্যাতনের বন্দুক ঠেকিয়ে রঙ মাখি;
ওরা কি আমার সাথে এই নেড়িকুত্তার মিল খুঁজে পায়না?
আমি সমাজ- আমি নেড়িকুত্তা, ওরা তা জানেনা!
‘বাহারি বন্ধ’ বন্ধ করে-
অভুক্ত শ্বাপদ লেলিয়ে দিন;
বুলিরত্রান ছিটানোয় দাড়ি চিরতরে,
দরিদ্র নিধনের উৎকৃষ্ট উপায়।
জগতের পক্ষীকূল ফুটপাতের উপর ডান ঝাপ্টাবার কালে পড়ে যাক,
ব্যাধিহীনভাবে ফলের মতো ঝরে পড়ুক ফুটপাতে;
এই সমতল সমুদ্র গর্ভে বিলীন হোক,
দীর্ঘসময় লোনা পানিতে ভেজা পাখির গোশতে লবণীয় স্বাদ আসু্ক,
কাগজ-আগুনে ভাজা পাখির নরম গোশত খেয়ে বাঁচুক ওরা;
যখন কারো ছাদ- আকাশ
তখন পাখি বিচরণের দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগে প্রশান্তি- বিলাসিতা।
কি?
উন্মাদ স্টেইটমেন্ট পূর্বে ইনডিড যোগের উদ্দেশ্যে লিখছি!
হা-হা-হা-হা; বলুক সবাই উপহাসে-
‘উন্মাদ তুই, উন্মাদ চির উন্মাদ’।