4.5/5 - (2 votes)

ইচ্ছেদের লাশে উপচে গেছে অবদমনের গণকবর।
আচ্ছা, আমি কে?
অসতী মায়ের কামনার ফসল নাকি ধর্ষকের বীর্যে সৃষ্ট ভ্রুণের পরিণত রুপ কোনো!
এই শহরে উসকোখুসকো চুল, জরাজীর্ণ পোশাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে যারা তাদের কেউই কি আমার জন্মদায়িনী?
ফুটপাত, লেডিস হোস্টেলের বাথরুম, পতিতালয় ইত্যাদি কি আমার সম্ভাব্য জন্মস্থান?
এইযে, ডাস্টবিনে কুকুরের কামড়াকামড়ি-
সুস্বাদু-নরম গোশত হয়ে আমি কি কখনো ওদের মুখের লালা ঝরিয়েছি?
বিচারক কি কখনো আমাকে প্রশ্ন করেছিলো কাকে চাও; এই দুজনের কার সাথে তুমি থাকতে চাও?
আমিই কি দিয়েছিলাম মাতাল জনকের নেশার অর্থের যোগান!
ফুটফুটে আমি কি হয়েছিলাম ভিক্ষাব্যাবসার সুদহীন মুলধন!

ইচ্ছেদের গলিত লাশ অনাবিষ্কৃত বিক্রিয়ায় ভয়াবহ বিস্ফোরক;
আবেগ বিস্ফোরণে কম্পিত নিখিল—
সবই আমার বিলাসী কল্পনা।
মিথ্যে আকাশে উড্ডয়নশীল ঈগল—
এই বিলাসী কল্পনার নায়ক চরিত্র।
আমি তো ঈগল নই, তবে আমি কে?
পদ্মফুল, ও পদ্মফুল,
তুমিই কি আমি!
জলে ভাসা পদ্ম তোমাতেই তো দেখি আমার জীবন প্রতিবিম্ব।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments