শােকের নােটিশ
কী এমন চেয়েছিলাম তাের কাছে? (তােমার কাছে, আপনার কাছে)
পথ বেরুলেই উড়ে যাচ্ছে মাথা মুখের ভিতর আড়াই হাতের দড়ি
ভুল পথে মেরে দিয়ে প্রেসে বলছেন,
ওহ,আই এম এক্সট্রিমলি সরি।
লক্ষ্যভেদী ঢিল ছুঁড়ে নিজেই এখন ভেঙেছি নিজের ছায়া
শােকের আয়ু নিয়ে অনির্ণীত মানুষের দুঃখের ব্যালান্স।
এমন অসময়ে হাওয়ায় ভেসে আসে শােকের নােটিশ—
দুঃখিত আপনার কাঙ্ক্ষিত শান্তিটাকে আর সংযােগ দেয়া সম্ভব হচ্ছে না ।
(হবেও’না তাই ভয়েস এসএমএস পাঠিয়ে লাভ নেই)
সবকিছু বুঝেশুনে ভেবেছি—
মাছেদের দুঃখ মেপে মেপেদেহটাই আস্ত একটা পুকুর বানাবাে।