রাবণের চিতা
হুরাসাগর নদীর পাড়ে আমরা শশ্মান দেখতে যাই
আমকাঠে পেট্রোল ঢেলে জ্বালানো হয় চিতা।
প্রযুক্তির সুবিধায় এখন ঘরে বসে সব দেখা যায়
কারখানায় শ্রমিক পোড়ার নিউজ দেখি
জীবন্ত মানুষ পুড়ে যায় রাবণের চিতায়।
লাশের মূল্য ঘোষণা হয়
আর গ্রামের বাড়িতে—
একা নিমডালে নিম পাখিটা ডেকে ডেকে মরে যায়