শরীরের নিয়ন্ত্রণ হায় জানিনাকো
রিনকি হাওয়ায় ভাসিয়ে দেই শরীর
দোলের খেলায় পূর্ণিমা যায় জলে
বৃষ্টি তারে ভেজায় রিমঝিম রিমঝিম।
পতন তুলে যতন করে রাখি
নতুন ভোরে শাড়িতে লাগে দাগ
ঋতুর খোঁজে রাখাল খোয়া গেছে
জারুল বনে বিবাদের হাক ডাক।
নাড়ার ফড়িঙ পাড়ায় নাইরে
বাইরে দেখো শরীরেরই ছাওয়া
কাজলা দিদি ঘর ছেড়েছে ভোরে
গৃহস্থালি জলের আসা যাওয়া।
ওই পুকুর ভরা জলের কুঁড়েঘরে
নিদেন খানিক ঘটনা যায় উড়ে
কালো কাঠের ভরাট মাস্তুলে
রুপনেহারি ঝুলে আছে দূরে।