2.5/5 - (6 votes)

আমরা পথশিশু জম্ম পরিচয় নাই
জীবনভর হই পদপিষ্ট, কেউ বলে টোকাই,
বুকে যন্ত্রণা নিয়ে চলি জীবনের অলিগলি
ভালবাসার ফুলকলি ছিঁড়ে নিভি আর জ্বলি
মনের কথাকলি কেউ শুনে না আমরা পথের ধুলি,
কে বাবা, কে মা জানিনাতো কিছু
পথে হাঁটতে হাঁটতে হলাম পথশিশু।

ঘরবিহীন আকাশের নিচে থাকি ফুটপাতে
ছেঁড়া আঁচলে হাতপেতে ঘুরি অনাহারে,
ভিক্ষার বদলে নেয় মুখ ফিরিয়ে দিনের আলোতে
রাতের আঁধারে জ্যোৎস্না বলে ডাকে সবে,
সুযোগ বুঝে ইশারায় চুপচাপ নেয় আড়ালে
উদার সেজে করে আদর টেনে নিয়ে বুকে,
করে টানাটানি ভাগ্য নিয়ে মহাসমাবেশে
হয়ে যাই পথমাতা, পথবাবা হয়না কেউ এ সমাজে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments