3.7/5 - (7 votes)

বৃষ্টিস্নাত রুপালী কুমের জলে নাহিয়া চঞ্চলা হরিণী
আঁচল ভরি নেয় তুলি লতা-কলমি গীত গাহি,
অপরূপ রূপেতে শাপলা-শালুক মালা গাঁথি
পরিয়া গলে ছিটাইয়া জল চলে পথ পদচিহ্ন আঁকি,
দেখিয়া তারে আঁখি না ফিরে ছাড়ায় দ্যুতিরাশি।

শুভ শরতে ওগো বালিকা তুমি নববধূ সাজি
দূর গাঁও যাও চলি লাজুক লাজুক ঘোমটা টানি
স্বর্ণলতা ডগার মত সরু দেহখানি ঝিরিঝিরি পবনে দোলি
উর্বসী নয়নজলে কাঁপা কাঁপা হাতে লয়ে অর্দ্ধফোটা চেরি।

ওগো ধরণী বৃষ্টির সুরে কেনো কাঁদাও নয়নজলে ভাসি
বিজন পথে সখা বিহনে আপন ঘরছাড়ি,
ভুলিতে কষ্ট কুমের অনঘ জলেভাসি খেলি জলকেলি
একবার ভাসি একবার ডুবি ক্রূরমতি নিয়তি
স্বস্তির আশায় বিদগ্ধ মনে ক্লান্তির নোনাজল ফেলি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments