1.7/5 - (4 votes)

আসিবে যখন অন্তিম আগমন
মুদিবে আঁখি, হইবে পর পরিচিতজন,
কালো মেঘে যাবে ছেয়ে শরতের গগন
নামিবে অসময়ে জনতার ঢল
উঠিবে কলরব ব্যস্ততার জোর সোরগোল।

সাজায়ে মোরে বরের সাজে
দগ্ধ-হৃদয়ে শ্যামলিমা ধরণী ছেড়ে
বরণমালা গলে যাব নব ঘরে,
পড়শী হয়ে বিজনে থাকিব সেথা
অশ্রুজলের সাথে একাকী কহিব কথা।

নিস্তব্ধত রাতে খুঁজিবে না আর
রাতজাগা শিহরিত কম্পিত ঠোঁট
ভাবতেই শ্রাবণ ধারা চোখ ফুঁপিয়ে উঠে বুক,
তবুও নীল চোখ খুঁজে বেড়ায়
আশ্বিনের সকালে ঘাসের ডগায় সোনাঝরা রোদ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments