আকাশের সাদা মেঘগুলো উড়ে যায়
তার হালকা আকাশী রঙের ক্যানভাসে।
তারা উড়ে যায়, নিয়ে যায়
সময়, মাস, কাল, বছর স্মৃতিময় অতীতে।
কালের পরিবর্তনে তার আকাশকে ধরে রাখতে
কত রঙ বদলায়!
কখনো ঘন কালো হয়ে এক পশলা বৃষ্টি ঝড়ায়,
কখনো আবার সাদা হয়ে তাপ দিয়ে সেই অশ্রু শুখায়,
কখনো আবার মিষ্টি লাল হয়ে বসন্তের ফুল ফোটায়।
কিন্তু তবুও সে শত ঝড়-তুফানকে সাক্ষী রেখে যায়,
যে মেঘ শুধু আকাশের,
আর কোথাও মেঘের শোভা পায় না।
হউক বর্ষা, গ্রীষ্ম, বসন্ত কিংবা শীত,
তার অন্য কোথাও শোভা পায় না,
মেঘ শুধুই আকাশের।
কবিতাটা খুবই সুন্দর 🥰