আমি তোমার ডায়রীর পাতার চিপায় পড়ে থাকা রুক্ষ গোলাপ হবো না,
তোমার বেলকনির চারায় ফোটা গোলাপ হবো না,
আমি বৃদ্ধ বৃক্ষের শেকড়ের মতো
কখনো তোমাকে ছেড়ে যাবো না।
2023-09-22
আমি তোমার ডায়রীর পাতার চিপায় পড়ে থাকা রুক্ষ গোলাপ হবো না,
তোমার বেলকনির চারায় ফোটা গোলাপ হবো না,
আমি বৃদ্ধ বৃক্ষের শেকড়ের মতো
কখনো তোমাকে ছেড়ে যাবো না।