আমার কথাগুলা কাব্য হয়, তোমার কথা এলে।
হৃদয় আমার দ্বার খুলে দেয়, তোমার গন্ধ পেলে।
তোমার স্নিগ্ধ শরৎ আর বুক ভরা দরদ
সব যেনো শুধু আমার।
আমার মনে গাঁথা কাব্য যতো,
সবে নাম শুধু তোমার।
আমার ভালোবাসার তানপুরা বাজে, তোমার সুর পেলে
আর হৃদয় আকাশে মেঘ ছেয়ে যায়, তুমি কষ্ট পেলে।
আর হাসি তোমার তারা ঝড়ায়, হৃদয় সাগরে ঢেউ ছড়ায়।
লিখতে নিলে বাধ ভেঙে যায়, কতোই তো লিখা যায়, শুধু তোমায় নিয়ে লিখে যেতে চায়,
তোমাকে নিয়ে ভাবতে মনে চায়,
আর ভাবতে ভাবতে হাসি।
আমি তোমাকে অফুরন্ত ভালোবাসি।
তুমি আমার সবচেয়ে প্রিয় অনুভুতি।
কবিতাটা খুবই সুন্দর 🥰