নিশ্চই ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়।
অতঃপর তিনি উচ্চারণ করলেন, কুন ফায়াকুন-
হও, হয়ে যাও
ভালবাসায় পরিপূর্ণ হয়ে গেল আমাদের হৃদয়
স্বর্গ থেকে মর্ত্যে নিক্ষিপ্ত হলাম আমরা
ভালবাসার চাষাবাদ করলাম আমাদের ঊষর হৃদয়ে
ভালবাসার ওহী নাজেল হলো
পয়গম্বর পয়দা হলো
ভালবাসার মোজেজা প্রদর্শিত হলো ডেভিডের তরবারিতে,
সলোমনের আংটিতে,
মুসার লাঠির ডগায়
ভালবাসার সুকঠিন সিলসিলা জারি থাকলো
নূহের মহাপ্লাবন থেকে আইয়ামে জাহেলিয়াত অবধি
অতএব হে আমার অবিশ্বাসী প্রেমিকা
তুমি আমার কোন কোন ভালবাসাকে অস্বীকার করবে?
স্মরণ করো প্রাগৈতিহাসিক কালের সায়ানো ব্যাকটেরিয়ার কথা;
যার সালোকসংশ্লেষণে ভালবাসার উন্মেষ
স্মরণ করো আদিপুরুষ নিয়ান্ডারথালের কথা;
যার মিলনে ভালবাসার বিকাশ
স্মরণ করো মিল্কিওয়ে অধিরাজ সূর্যদেবের কথা;
যার উপস্থিতিতে ভালবাসার সঞ্চিতি
বরফ যুগে ডাইনোসরের সাথে যুদ্ধ করে টিকিয়ে রেখেছি আমার প্রাণবন্ত ভালবাসা
প্রস্তর যুগে গুহার আঁধারে জ্বালিয়েছি আমার ভালবাসার লেলিহান আগুন
ব্রোঞ্চ যুগে আমার ভালবাসার চরকায় ঘুরেছি সমগ্র গোলাকার বিশ্ব
মিশরীয় সভ্যতার হায়ারোগ্লিফিক লেখা হয়েছে
আমার ভালবাসার অলঙ্ঘনীয় বাণীতে
গ্রিক নগররাষ্ট্রে অলিম্পাসের চূড়ায় প্রমাণিত হয়েছে
আমার ভালবাসার সম্পাদ্য-উপপাদ্য
সিন্ধু, হরপ্পা, মহেঞ্জোদারোয় লাগানো হয়েছে
আমার ভালবাসার চিরস্থায়ী সিলমোহর
কেবল আমার ভালবাসাই খুঁজে পাওয়া গেছে-
বঙ্গ, পুন্ড্র,গৌড়, বরেন্দ্র, সমতট, হরিকেল, রাঢ় ও তাম্রলিপ্তি জনপদের ধ্বংসাবশেষে
সুতরাং তুমি সহমত হও, স্বীকার করো;
যুগেযুগে আমার ভালবাসা একক, অদ্বিতীয় ও অবিনশ্বর।
ভালবাসার জন্য আমি সব করব।
আলেকজান্ডারের মতো দ্বিগিজয়ী বীর হবো
মৌর্যরাজ অশোকের মতো শিলালিপিতে প্রেমের বাণী উৎকীর্ণ করব
মহারাজ গোপালের মতো মৎসন্যায় হটিয়ে প্রেম রাজত্ব কায়েম করব।
হিরণ্ময় ভালবাসার খোঁজে আমি
গজনির সুলতান মাহমুদের মতো সতেরবার তোমার হৃদয়ে হানা দেব
কুতুবুদ্দিন আইবেকের মতো মস্ত বড় কুতুব হবো
মুহম্মদ বিন তুঘলকের মতো তুঘলকি কান্ড ঘটাব।
ঐশ্বর্যময় ভালবাসা পেতে আমি
বখতিয়ারের ঘোড়ায় চেপে তোমার হৃদয়ে অসির নির্মম করাঘাত হানব
মোঙ্গল চেঙ্গিসের মতো হিংস্র হবো
বেদুঈন তৈমুরের মতো বর্বর হবো।
আমি মোঘল সম্রাট আকবরের মতো প্রেম-ই-এলাহী প্রণয়ন করে জানিয়ে দেব-
ভালবাসাই সৃষ্টি, ভালবাসাই স্থিতি, ভালবাসাই প্রলয়
ভালবাসলে মেঘ হয় বৃষ্টি, পাহাড় হয় নদী, মরুভূমি হয় অরণ্য
ভালবাসা না পেলে মেঘ হয় বজ্র, পাহাড় হয় আগ্নেয়গিরি, মরুভূমি হয় সাইমুম
তাই হে অপিরণামদর্শী প্রেমিকা, তুমি অবিভক্ত থাকো
নিশ্চই তুমি ভঙ্গ করোনা অঙ্গীকার।
তুমি কি ভুলে গিয়েছ ভালবাসার পূন্য তীর্থভূমি
যেখানে প্রেমের সূর্য কখনো অস্তমিত হয়নি?
তোমার ভালবাসা বিদেশী বেনিয়ার হাতে তুলে দিওনা
কিংবা প্রাচুর্যময় মসনদের লোভে
মীরজাফরীয় ষড়যন্ত্রের শিকার হয়োনা
তোমার হৃদয়ের তেভাগাকে আমি অস্বীকার করি
হৃদয়ের চিরস্থায়ী বন্দোবস্ত জারি করে আমি বন্ধ্যা আইন পাশ করব
সহিংস হৃদয় ছাড় আন্দোলন গড়ে ভালবাসার খেলাফত কায়েম করব
নেহায়েৎ ভালবাসা বেহাত হয়ে গেলেও, বুকে পাথর চেপে রেখে
নিষ্ঠুর পতিদাহ প্রথা চালু করব।
স্বামীদারি প্রথা উচ্ছেদ করে,
সধবা বিবাহ আইন পাশ করে,
বঙ্গীয় প্রেমস্বত্ব আইন প্রয়োগ করে প্রমাণ করে দেব
উপযুক্ত প্রেমচাষীই হৃদয়ের জমিনের একমাত্র দাবীদার
সুতরাং তুমি উন্মুক্ত হও; তোমার হৃদয়কে খাঁটি করো
অল্প আদরই ভালবাসার জন্য যথেষ্ট হইবে।
হে আমার সোনার প্রেমিকা।
দ্বিপ্রেম তত্বের ভিত্তিতে তোমার ভালবাসা ভাগ করোনা
যে ভালবাসা দ্ব্যার্থহীনভাবে একক প্রেমিয়তাবাদে বিশ্বাসী
যুগে যুগে সে ভালবাসার মাতৃভাষা হলো প্রেম
তাই নিরাশ হয়োনা,
হানাদার কর্তৃক তোমার ভালবাসা আক্রান্ত হলে
ভুলে যেওনা প্রেমের চেতনা ও সংহতি
তুমি ভালবাসার ছয় দফা দাবী উত্থাপন করো
আমি দেশব্যাপী গণ-প্রেমোত্থানের মাধ্যমে
তোমার হৃদয়ের অবৈধ স্বৈরপ্রেমিকের অবসান ঘটাব।
তুমি প্রেমরাষ্ট্রের প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে আসো
আমি রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে এসে,
শেখ মুজিবের মতো তর্জনি উঁচিয়ে ঘোষণা দেব প্রেমের স্বাধীনতা।
মনে রাখবা, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না
ভালবাসা যখন দিয়েছি, তখন আরও দেব
তবু সমস্ত হৃদয়কে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ
এবারের সংগ্রাম, প্রেমের সংগ্রাম
এবারের সংগ্রাম, ভালবাসার সংগ্রাম।
প্রেমের জয় হোক, ভালবাসার জয় হোক
নিশ্চই তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম
যে নিজে প্রেমের চর্চা করে
এবং অপরকে ভালবাসার শিক্ষা দেয়।
– বদ্রুল আক্কাস