সেদিন সন্ধ্যায় তোমাকে মোড়ে দেখলাম।
মাথায় গোঁজা ছিল বেলী ফুলের মালা।
ইচ্ছে হচ্ছিল খুব নামটি ধরে ডাকি, আমার দেওয়া সে নাম!
পরক্ষনেই মনে পড়লো,
কেড়ে নিয়েছিলে সে নাম
চলে যাবার বেলা।
লুকিয়ে আড়াল থেকেই দেখছিলাম তোমাকে, ফ্যাকাশে লাগছিল বড্ড।
এমন তো হওয়ার কথা না!
চোখের ভ্রম ভেবে যখন
ফের তাকালাম?
তুমি বরং আরো উৎফুল্ল আছো এখন।
থাকারই কথা! সুখের মোহেই তো ছেড়েছিলে প্রিয়জন।
আমি অধম আজ তোমার দেখা পেয়ে বেহায়ার মতো চেয়ে আছি একদৃষ্টে।
অথচ আজ আমার স্থানে অন্য কেউ জুড়ে আছে তোমার আষ্টেপৃষ্টে।
হঠাৎ এমন এক সন্ধ্যায় দেখা পেলাম তোমার,
এমনই এক সন্ধ্যায় একদিন প্রস্থান করেছিলে।
ভালো থেকো প্রিয়,হয়তো কোনো এক সন্ধ্যায় আবার দেখা হবে, বিধাতা সুযোগ দিলে।