তোমাদের প্রেম হোক
এই শহরের আকাশে উড়ে বেড়াক,
দুই অবুঝ তোতাপাখি।
মনে মনে সন্ধি হোক
আঁখি তে রেখে আঁখি।
তোমাদের প্রেম হোক
এই ফুটপাত ছেয়ে যাক কৃষ্ণচূড়া ফুলে।
বাতাসে মুখরিত হোক পুষ্প ঘ্রাণ
তাতে ম্লান হোক যত মান -অভিমান।
এমন এক প্রেম হোক
সাদা মেঘ সাক্ষী হোক।
কাশফুলে ছেয়ে যাক নদীর ধার,
ছোট্ট সেই ডিঙি নৌকোয় হোক পারাপার।
এই শহরে মুষলধারে বৃষ্টি নামুক
তোমাদের প্রেম হোক
ঝুম বৃষ্টিতে ভিজে।
তোমাদের কাছে প্রেম-
ধরা দিক তবে আজ
এক নবরূপে সেজে।
দম বন্ধ হওয়া অট্টালিকার ভীড়ে
প্রেম আসুক তোমাদেরই নীড়ে।
খুলে দাও মনের দুয়ার ,
তোমাদের যৌবনে আসুক প্রেমের জোয়ার।