কোথায় তুমি সুহাসিনী?
আসবে কি এ তীরে?
ভাটা পরেছে নদীর জলে
স্রোতের নেই ধারা!
সর্বহারা এই আমি
ছোট্ট ডিঙি নাওয়ে
অপেক্ষায় বসে আছি
সুদিনের জোয়ারের।
পুষ্পমুকুল ফুটেছে আজ,
বসন্তের নতুন ডালে
তোমার ঘ্রাণে মোহিত মন,
মাতাল আমি ওই এলো চুলে।
তুমি কোথায় বলো?
আমি খুঁজে দিশেহারা।
আমার এই অশান্ত মন,
অজান্তেই দেয় তোমায় পাহারা।
কোথায় তুমি সুহাসিনী?
আসবেভ কি এ তীরে?
ভেঙে দেবে অভিমান
আমার অপেক্ষার অবসান।
ডিঙি নাওয়ে পাড়ি দেবো
প্রবল স্রোতধারা,
স্রোতস্বিনীর বুকে বাইবো তরি
পাটাতনে লাগবে তোমার ছোঁয়া।