দশতলা বিশিষ্ট উচ্চতা
আমার কত রঙে রাঙানো,
কত স্বপ্নের পোস্টার আমার দেহে টাঙানো।
আমার প্রতিটা বেলকুনিতে কত গল্প খেলা করে
আবার বিমর্ষের রঙে সিগারেটের ধোঁয়াও উড়ে-
এইতো সদ্য বিবাহিত দম্পতি
তাদের স্বপ্ন কাথা বুনছে,
সন্তানহারা মা সেই বিছানায় কেন কাঁদছে।
বেকার ছেলেটা ভাড়ার জন্য
চিলেকোঠার এক কোণে,
টাকা যায় যাক তোমার জন্য সব পারি কে জানি বলছে ফোনে।
বৃদ্ধ দম্পতি এখনও দেখো কত প্রেম তাদের মাঝে
হিংসে আমার কি হবে আমি কি আর তাদের সমাজে?
এভাবেই বেচে থাকি আমি দশতলা এক দালান
তোমাদের তো আর জায়গা নেই তাই বলি আমার মাথায়ই গাছ লাগান।