মাঝে মাঝে দক্ষিণা হাওয়ায়
তোমার চুলগুলো খুলে দিও
যেন তোমার ললাটে এসে পড়ে
ঐ চুলগুলো সাজানোর ছলে
যেন তোমায়
আলতো করে ছুতে পারি
এইটুকু অধিকার দিও।
পৃথিবীর সবকিছু ভুলে যাব
ভুলে যাব নিজেকে
তবু যেন তোমায় ভুলতে না পারি
এমন ভালোবাসা দিও।
মাঝে মাঝে সাদা কাশবনে
তোমায় নিয়ে হারিয়ে যাব
এইটুকু অধিকার দিও।
অভিমানে বাড়ি ফিরে-
তোমার প্রিয় ব্যাগটা খুলে
দেখেবে যখন তোমার প্রিয় নীল চুড়িগুলো
রেখেছি তোমার অগোচরে
”পাগল একটা” বলে একটু হেসে নিও।
এমনি করে তোমায় ভালবাসবো
এইটুকু অধিকার দিও।