ভুল করে ছলনায়
যদি তুমি একবার
বলতে আমায় ভালোবাসি
কষ্টের নদীতে
ভাসতো না এই মন
থাকতো দু হাত পাশাপাশি
ভালোবাসোনি আমায়
তবু কেন তোমায় আমি
এতোটা ভালোবাসি
কেন ই বা আশায় থাকি দেখবো
তোমায় আমার কাছাকাছি
ভুল করে ছলনায়
যদি তুমি একবার
বলতে আমায় ভালোবাসি
কষ্টের নদিতে
ভাসতো না এই মন
থাকতো দু হাত পাশাপাশি
হৃদয়ের কথাগুলো যদি
তুমি শুনতে
ভুল করে হলেও তুমি
আমার হাতে হাত রাখতে
ভুল করে ছলনায়
যদি তুমি একবার
বলতে আমায় ভালোবাসি
কষ্টের নদিতে
ভাসতো না এই মন
থাকতো দু হাত পাশাপাশি