বন্ধু মানে চলার সঙ্গী
সুখ- দুঃখেরই সাথি,
বন্ধু মানে আঁধার ঘরে
সেই তো দীপ্ত বাতি!
বন্ধু মানে সাম্যের গানে
সব মানুষেই সমান
বন্ধু মানে ধনি-গরিব
একই হৃদয় ও প্রাণ।
বন্ধু মানে বিপদকালে
বাড়িয়ে দিবে হাত,
বন্ধু মানে দিন-বদলে
চেষ্টা নিশিরাত।
বন্ধু মানে ন্যায়ের প্রতীক
সমাজেরই চোখ,
বন্ধু মানে মূল্যবোধে
বলবে ভালো লোক।
বন্ধু মানে অন্যায় দেখে
করবে প্রতিবাদ,
বন্ধু মানে শিক্ষায় আলোয়
রাখবে কাঁধেকাধ।