বাংলা কবিতা, পানিকাটা পাখি কবিতা, কবি - কবিতা অঞ্চল
4.7/5 - (11 votes)

দৃশ্যত সমুদ্রের দূরারোগ্য বাতাসে ছেঁড়া বিনিদ্র বোতাম
বিনষ্ট বুকে ঝিনুকের দংশন-ঘুমিয়ে থাকো প্রবিষ্ট প্রবাল
বিষাদের বালুঝড়ে তুমি ভীষণ হেরে গেছো পানিকাটা পাখি

পৃথিবীর সব সারসেরা উড়ে গেছে বহুদূর বরফের দেশে
ঝড়ের কাছে সুরক্ষিত থাকো আমার-বিমর্ষ বালুচর
দিকশূন্য জাহাজের মাস্তুলে তোমার অশ্রুপূর্ণ চোখ
নিঃসৃত নিঃশ্বাসে ভেসে ওঠো কোনো নৈরাশ্যের বন্দরে

পাখিশূণ্য প্রাণে নির্বিকার জনশ্রুতির বিপন্ন বন্দর
আমাকে স্পর্শ করো তোমার অনির্বাণ হাত-নগ্ন আঙুল
নিহত রোদের কাছে রেখে যাবো উদগ্র আত্মার গান

সমুদ্রমন্থনে তুমিও দস্যু যাযাবর-স্বেচ্চাচারি সুন্দর
বুকের বৈভবে শান্ত শীতল-উদ্ধত ঝড়ের চিত্রকলা

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments