বনেদী বৃক্ষে এতো দূর্যোগের কলরব ফিরে যাও বসন্তবৌরি
নিশুতি নির্জনে উপেক্ষার ফুলঝুরি—ঝরাপাতাদের নির্বাসন
উপদ্রুত চোখের গহনে নিদ্রিত নদি—চৈত্রের বিষণ্ণ কঙ্কাল
অনাবৃত আঁধারের শয্যায় ঘুমিয়েছো অনাহুত ঝড়ের কফিন
সনাতন সমর্পনে অপূর্ণ স্বপ্নের ঘোর কাটুক অধরের অন্দরে
এতো ঝঞ্ঝাট এতো উৎপাত কান্না মাখানো মৃদঙ্গের লালসালু
ফিরে যাও অন্তর্ঘাতি দক্ষিন দুয়ার—ফিরে যাও ঘাটের ঘুঙুর
আসবোনা ফিরে তামাদি গোলাপের গ্রাম—হলুদের বিছানা
পাখিদের গৃহপালিত হৃদয়ের অনাচার—ঝড়ের কারুকাজ
তাসের তুরুপে কেমন করে ছোঁ মারো অর্ধ গলিত সকাল
বিরহের অনলে পুড়েছে কস্তুরী কাঙাল—নিভৃত নখের অনটন
কোথায় রাখি নিথর পাহাড়ের ধ্যান—ব্যথিত চোখের মহড়া
অন্বেষনের আগুনে দ্বিধার চিবুক—ছুঁয়ে দাও ধ্যানের ফসিল
তুমুল ঝড়ে বুকের বোতাম খোলো সহজাত শেকলের দাগ
প্রেরিত প্রার্থনায় নত মুমূর্ষু মন্দির—অবাধ্য স্মৃতির স্মারক
বিবস্ত্র ঝড়ে তুমি ভীষণ অনাদরে থাকো মৃত্তিকার অভিবাসন