সন্ধ্যায় প্রায় অন্ধকার আকাশে ঘোলাটে মেঘে বজ্রপাত হলে
চাঁদ চমকে উঠে ,
ভাঙ্গা রাস্তায় জমা বৃষ্টিতে হলুদ ল্যাম্পপোস্ট কিংবা উদাস চাঁদের ছায়া পড়ে
সিগারেটের আবছা নীল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ভাবে মন কেন উদাস হয়,এমন
নিস্তেজ রাত্রি বাড়তে থাকলে ঋদয়ের পিপাসা বাড়ে,
মন বারংবার শুড়িখানায় যেতে চায়,
ক্লান্ত দেহে উষ্ণতার খোঁজে ঋদয় বৃষ্টিতে ভেজে,
মন চলে সুরা পান করে বিলীন হতে,
পরিচিত কুকুর সঙ্গী হয় বিষন্নতার;গন্তব্য নীরবতা
শহুরে অন্ধকার গুমোট বাতাসে বকুলের গন্ধে পথ মিলিয়ে যায় শূন্যতায়,
ঋদয়ে আরেক গেলাস উষ্ণতা ঢেলে
মন ভিজতে চলে আবার হলদে আলোর আধারে,
ফজরের আজান আর পাখিদের ডাকে যখন ভোর ,তখন মন আবারো নিঃস্ব , কারণ নিস্তব্ধতা নেই:
বিলীন হতে পারেনি বলে মন অস্থির বিছানায়
পাশ ফিরে শোয়,ঘুমায়